আমাদের কথা
——————————
যে-ভাষার দশ দিগন্ত আলো করে আছেন রবীন্দ্রনাথ , নজরুল, জীবনানন্দের মতো কবি-সাহিত্যিকেরা, UNESCO যে-ভাষাকে স্বীকৃতি দিয়েছেন “sweetest language in the World” ব’লে, সেই বাংলা ভাষা ও সাহিত্য আমাদের আত্মপরিচয়ের মাধ্যম। ১৯৬৭ সালে কলেজ প্রতিষ্ঠার দিন থেকে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগেরও যাত্রা শুরু। সেদিন প্রথম বাংলার শিক্ষক হিসেবে এই বিভাগে যোগদান করেন অধ্যাপক বিশ্বনাথ রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন ১৯৯৮ সালে বাংলা বিষয়ের উপর জেনারেল কোর্সের পাশাপাশি অনার্সের পঠন পাঠন শুরু হয়। ১৯৯৯ সাল থেকে এই কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়।
অর্ধশতাব্দী অতিক্রান্ত এই কলেজের বাংলা বিভাগকে সমৃদ্ধ করে গেছেন বহু স্বনামধন্য অধ্যাপক। যেমন—ড. দেবেশকুমার আচার্য, ড. লায়েক আলি খান, নুরুল ইসলাম মোল্লা, বিধান বরণ মুখোপাধ্যায়, ড. সুনীল কুমার সেনগুপ্ত প্রমুখ। আমাদের বাংলা বিভাগ থেকেই আমাদের ছাত্রী ঝুমকী মণ্ডল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যপালের কাছে সম্মানিত হয়েছে। এই বিভাগ থেকে সাম্মানিক স্নাতক হবার পর উচ্চশিক্ষান্তে অনেক ছাত্রছাত্রী বর্তমানে কলেজে ও স্কুলে শিক্ষকতায় নিয়োজিত রয়েছে।
বস্তুসর্বস্ব এই ভোগবাদী যুগে যান্ত্রিক রোবট হয়ে ওঠাই যখন আজ আমাদের অনিবার্য ভবিতব্য, তখন ছাত্রছাত্রীদের মনে সংবেদনশীল সুকুমার প্রবৃত্তির জাগরণ ঘটিয়ে তাদের মনে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও সাহিত্যচেতনার সঞ্চার করাই আমাদের লক্ষ্য !!